সাংবাদিকরা কেন সবার মার খাবে?
ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের দোকানদার, হকার ও কর্মচারীদের সংঘর্ষের সময় বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন— যাদেরকে টার্গেট করে পেটানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, একটি বেসরকারি টেলিভিশনের রিপোর্টার ও ক্যামেরাপারসনকে গুরুতর অপরাধীর মতো ধরে নিয়ে যাওয়া হচ্ছে এবং দোকান মালিক-শ্রমিক-কর্মচারীরা যে যেভাবে পারছে মারধর করছে। প্রশ্ন হলো, সংবাদ কাভার করতে যাওয়া এই লোকগুলোর অপরাধ কী? তারা কেন সাংবাদিকদের প্রতিপক্ষ বা শত্রু ভাবছে?
ঘটনার দিন ১৯ এপ্রিল প্রথম আলোর একটি সংবাদ শিরোনাম: 'শিক্ষার্থী–ব্যবসায়ী সংঘর্ষ, সাংবাদিকদের পেটাচ্ছেন দোকানকর্মীরা'। খবরে বলা হয়, সংঘর্ষের খবর সংগ্রহ করতে আসা বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের পেটাচ্ছেন নিউমার্কেটসহ আশপাশের বিভিন্ন মার্কেটের দোকানের কর্মচারীরা। তাদের অভিযোগ, ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষ নিয়ে সত্য তথ্য প্রকাশ করছেন না সাংবাদিকরা।