‘সুরাহা না করে’ মার্কেট খুললে ফের বিক্ষোভ, হুঁশিয়ারি ঢাকা কলেজের ছাত্রদের
দোকান মালিক ও কর্মচারীদের সঙ্গে সংঘর্ষের ঘটনার ‘সমাধান করার আগে’ নিউ মার্কেটের দোকান খোলা হলে আবারও বিক্ষোভে নামার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা।
তাদের দাবি, ছাত্রদের উপর হামলা, কলেজের প্রশাসনিক ভবনে গুলি, কাঁদুনে গ্যাস ছোড়াসহ গত দুই দিনের পরিস্থিতির জন্য দায়ীদের বিচার না হওয়া পর্যন্ত নিউ মার্কেট খোলা যাবে না।
সোমবার রাতে দুই দোকানের কর্মচারীদের মধ্যে দ্বন্দ্বের জেরে ঢাকা কলেজ ও নিউ মার্কেটের দোকান মালিক কর্মচারীদের মধ্যে সংঘর্ষ গড়ায়। মধ্যরাত থেকে মঙ্গলবার সারাদিন সংঘর্ষে অর্ধশতাধিক আহত হন, তাদের একজন হাসপাতালে মারা যান।
বুধবার সকালে ওই এলাকায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়। সকালে ঢাকা কলেজ গেইটে ছাত্রদের দেখা না গেলেও ক্যাম্পাসের পরিবেশ এখনও থমথমে।