ঈদযাত্রা: পাটুরিয়ায় বিশেষ প্রস্তুতি, তবু ভরসা পাচ্ছেন না যাত্রী

বিডি নিউজ ২৪ পাটুরিয়া ফেরিঘাট প্রকাশিত: ২০ এপ্রিল ২০২২, ০৯:১১

ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের সড়ক যোগাযোগের অন্যতম প্রবেশদ্বার পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথ; যেখানে ঈদযাত্রা সচ্ছন্দ করতে চলছে পাঁচটি ফেরি মেরামতের কাজ।


পাটুরিয়া ৫ নম্বর ফেরিঘাটের পাশে সোমবার দেখা গেছে, শাহ মখদুম ও বনলতা নামে দুটি ফেরি মেরামত করার পাশাপাশি ধোঁয়ামোছা করা হচ্ছে।


তাছাড়া নারায়ণগঞ্জ ডক ইয়ার্ডে তিনটি ফেরি মেরামত করা হচ্ছে বলে প্রকৌশলী (ইলেকট্রিক্যাল) হাবিবুর রহমান জানিয়েছেন।


হাবিবুর রহমান পাটুরিয়া ঘাটের ভাসমান মেরামত কেন্দ্র মধুমতীর সহকারী প্রকৌশলী।


বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, নারায়ণগঞ্জের ফেরি তিনটির নাম গোলাম  মওলা, শাপলা শালুক ও  শাহ আলী; মেরামতের কাজ চলছে দ্রুতগতিতে। তিনটির মধ্যে শাপলা শালুক আর গোলাম মওলা কয়েক দিনের মধ্যে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে যোগ দেবে।


মধুমতীর মিস্ত্রি জয়নাল আবেদীন জীবন জানান, ১০ বছর পর বনলতা ফেরির ইঞ্জিনের কাজ করছেন তারা। তিন-চার দিনের মধ্যে এর ইঞ্জিন মেরামতের কাজ শেষ হবে।


ঈদ সামনে রেখে যাত্রীদের ভোগান্তি যেন কম হয় তাই তারা রাত-দিন আমরা কাজ করছেন বলে জানান।


আর শাহ মখদুমের কাজ দুই-এক দিনের মধ্যে শেষ হবে বলে জানান মধুমতীর মিস্ত্রি আব্দুল আহাদ ও নুরুল ইসলাম।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও