২০২২ সালে আমেরিকায় রেকর্ড সংখ্যক অভিবাসী বিলিয়নিয়ার হয়েছেন
অভিবাসন করে আমেরিকায় (মার্কিন যুক্তরাষ্ট্র) আসা অনেকে সাফল্যের শিখরে পৌঁছে গেছেন। অনেকে হয়েছেন বিলিয়নিয়ার (শত কোটি ডলার বা তার বেশি বিত্তের অধিকারী)। কিন্তু, তাদের অধিকাংশের জন্যই পথটি মসৃণ ছিল না।
ভিডিও কনফারেন্স সার্ভিস জুম প্রতিষ্ঠাতা এরিক ইউয়ানের কথাই প্রথমে বলা যাক। ১৯৯০ এর দশকে সদ্য স্নাতক সম্পন্ন করা ইউয়ান আমেরিকায় পাড়ি জমানোর লক্ষ্যস্থির করেন। কিন্তু, ১৮ মাসে তার ভিসা ৮ বার বাতিল করে মার্কিন কর্তৃপক্ষ। ইউয়ান তাতে দমবার পাত্র ছিলেন না। তার আদর্শ ছিলেন মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটসের মতো আইকন। তাই চীনের শানডং প্রদেশের খনি প্রকৌশলী দম্পতির এ সন্তান চেষ্টা চালিয়ে যেতে থাকেন এবং শেষপর্যন্ত মার্কিন মুল্লুকে আসতে সফলও হন।
২০১৯ সালে ফোর্বস ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, "অনেকবার ব্যর্থ হয়ে প্রতিজ্ঞা করি- যতদিন না মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ বলবেন, তুমি আর এখানে আসতে পারবে না, ততদিন আমার সামর্থ্যের সব রকম চেষ্টা চালিয়ে যাব।"
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- অভিবাসন
- বিলিয়নিয়ার