![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-04%252Ff71b0a4a-b6b9-4b01-ab85-30c54a1f5f72%252Fpexels_andrea_piacquadio_3776553.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.0)
যে ছয় কারণে ব্যক্তিগত জীবন আড়ালে রাখাই শ্রেয়
প্রথম আলো
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২২, ২২:২৭
অনেকেই ব্যক্তিগত জীবনকে খোলা বই বানিয়ে রাখতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন। এর যেমন সুবিধা আছে, অসুবিধারও কমতি নেই।
বেশ কিছু গবেষণার আলোকে উইনার স্পিরিট জানিয়েছে কেন ব্যক্তিগত জীবন আড়ালে রাখা দরকার। জেনে নেওয়া যাক সেগুলো।