হোস্টেল ছাড়েননি ঢাকা কলেজের শিক্ষার্থীরা
ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটসহ আশপাশের ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় আগামী ৫ মে পর্যন্ত ঢাকা কলেজের আবাসিক হোস্টেল বন্ধ ঘোষণা করে প্রশাসন। আজ মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে হোস্টেল ছাড়ার নির্দেশ দেওয়া হলেও তা মানেননি অধিকাংশ শিক্ষার্থী।
আজ মঙ্গলবার রাত ৯টা পর্যন্ত হোস্টেলে অবস্থান করছিলেন অধিকাংশ শিক্ষার্থী।
অন্যদিকে নিউ মার্কেটের দোকান মালিক-কর্মচারীরাও সেখানে অবস্থান করছিলেন।
হোস্টেল না ছাড়ার বিষয়ে ঢাকা কলেজের শিক্ষার্থী হুমায়ন দ্য ডেইলি স্টারকে বলেন, 'কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের হোস্টেল ছাড়ার বিষয়ে যে সিদ্ধান্ত নিয়েছেন তা একেবারে অযৌক্তিক। এই সিদ্ধান্ত প্রত্যাখান করে আমরা হোস্টেলে থাকব।'