সন্তান হারিয়ে বিধ্বস্ত রোনালদো খেলবেন না লিভারপুলের বিপক্ষে
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২২, ১৯:৩৩
সন্তান হারিয়েছেন এক দিনও ঠিকঠাক পেরোয়নি। এরই মধ্যে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল ম্যানচেস্টার ইউনাইটেড খেলতে নামবে লিভারপুলের বিপক্ষে। রোনালদোর একান্ত কিছু সময় কাটানোর বিষয়টাকে সম্মান জানিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড কর্তৃপক্ষ তাকে ছুটি দিয়েছে। যার ফলে আজ লিভারপুলের বিপক্ষে ম্যাচে তাকে পাবে না রেড ডেভিলরা।
৩৭ বছর বয়সী এই ফরোয়ার্ডকে স্কোয়াডে না রাখার বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে ইউনাইটেড। তাদের ওয়েবসাইটে বলা হয়েছে, ‘একজন মানুষের কাছে পরিবারই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর রোনালদো এই কঠিন সময়ে তার পরিবারকে সময় দিচ্ছেন, ভালোবাসার মানুষদের মানসিক সমর্থন যোগাচ্ছেন। এর ফলে আমরা নিশ্চিত করছি যে, আজ লিভারপুলের বিপক্ষে অ্যানফিল্ডের ম্যাচে তিনি আমাদের হয়ে খেলছেন না। তার ও তার পরিবারের কিছু সময় একান্তে থাকার অনুরোধকে আমরা সম্মান জানাচ্ছি।’
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস, ৪ সপ্তাহ আগে
১১ মাস আগে
১ বছর আগে