১১ মে দেওয়া হবে জাতীয় ক্রীড়া পুরস্কার

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২২, ১৩:১২

দেশের ক্রীড়াঙ্গনে নানা ক্ষেত্রে অবদানের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয় জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদান করে। আগামী ১১ মে ২০১৩-২০ সালের জন্য নির্বাচিত ক্রীড়া ব্যক্তিত্বরা জাতীয় ক্রীড়া পুরস্কার গ্রহণ করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালী এই অনুষ্ঠানে সংযুক্ত থাকবেন। এই বিষয়টি নিশ্চিত করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। 


২০১৬ সালে সর্বশেষ জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়েছিল। সেই অনুষ্ঠানে ২০১২ সাল পর্যন্ত পুরস্কার প্রদান করা হয়েছিল। কয়েক বছর অনিয়মিত হয়ে পড়ায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় পুরস্কারটি হালনাগাদ করার উদ্যোগ নেয়। ২০১৩-২০২০ সাল পর্যন্ত পুরস্কার প্রদানের সিদ্ধান্ত নেয়। মন্ত্রণালয় সব কিছু চুড়ান্ত করেছে বেশ কয়েক মাস আগে। 


পুরস্কার প্রদান অনুষ্ঠান প্রধানমন্ত্রীর সময়ের অপেক্ষায় ছিল মন্ত্রণালয়। প্রধানমন্ত্রী অনুষ্ঠানে ভার্চুয়ালী উপস্থিত থাকার সম্মতির পর ক্রীড়া মন্ত্রণালয় ইতোমধ্যে অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি গ্রহণ করেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও