![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fbig_3%2Fpublic%2Fimages%2F2022%2F04%2F19%2Fnasir.jpg%3Fitok%3DGZf6gPba%26timestamp%3D1650348421)
ছেলের নাম জানালেন নাসির
এনটিভি
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২২, ১২:০৫
ঢাকা প্রিমিয়ার লিগের ব্যস্ততার মাঝেই বড় সুখবর পেলেন নাসির হোসেন। ছেলে সন্তানের বাবা হয়েছেন তিনি। গত ৮ এপ্রিল নাসির হোসেন ও তামিমা সুলতানা তাম্মীর দম্পতির কোলজুড়ে এসেছে তাদের প্রথম সন্তান।
প্রিমিয়ার ব্যস্ততায় ভক্তদের এই সুখবর জানাতে কিছুটা দেরি হয়েছে এই ক্রিকেটারের। এনটিভি অনলাইনের সঙ্গে নাসির জানিয়েছেন, তাঁর ছেলের নাম আব্দ মানাফ। নতুন অতিথি ও তাঁর স্ত্রী দুজনেই সুস্থ আছে বলে জানালেন এই অলরাউন্ডার।
নতুন অতিথিকে নিয়ে নাসির বলেন, ‘গত ৮ এপ্রিল আমাদের ছেলের জন্ম হয়েছে। কাউকে জানানো হয়নি এতদিন। মা ও ছেলে দুজনই সুস্থ আছে। ছেলের নাম মানাফ। সবাই দোয়া করবেন।’