কাজের গতির সঙ্গে ঋণ ছাড়েও গতি
মহামারীর প্রভাব কাটিয়ে দেশের উন্নয়ন কাজে গতি আসার সঙ্গে বৈদেশিক ঋণ ছাড়েও গতি পেয়েছে।
চলতি ২০২১-২২ অর্থবছরের তৃতীয় প্রান্তিক পর্যন্ত নয় মাসের হিসাবে দেখা যাচ্ছে, বৈদেশিক ঋণছাড় গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৬৪ শতাংশ বেশি।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, গত জুলাই থকে মার্চ পর্যন্ত দাতা দেশ ও সংস্থা মিলে চলমান উন্নয়ন প্রকল্পের প্রতিশ্রুতির বিপরীতে ৬৭৯ কোটি ৬৮ লাখ ডলারের প্রকল্প সহায়তা ছাড় করেছে।
গত অর্থবছরের প্রথম নয় মাসে এই অঙ্ক ছিল ৪৩৮ কোটি ৬ লাখ ডলার।
গত নয় মাসে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এককভাবে প্রায় ১৯১ কোটি বা ১ দশমিক ৯১ বিলিয়ন ডলার ছাড় করেছে।
জাপান আন্তর্জাতিক সহযোগী সংস্থা (জাইকা) দ্বিতীয় সর্বোচ্চ ১৫৭ কোটি ৭৬ লাখ ডলার ছাড় করেছে। তৃতীয় সর্বোচ্চ ৯৭ কোটি ১০ লাখ ডলার ঋণ ছাড় করেছে রাশিয়া।
এই সময়ে বিশ্ব ব্যাংক ৮৩ কোটি ৪৫ লাখ ডলার, চীন ৫৬ কোটি ৩১ লাখ ডলার, এশীয় অবকাঠামো উন্নয়ন ব্যাংক (এআইআইবি) ২৯ কোটি ডলার এবং ভারত সরকার ১৭ কোটি ৮১ লাখ ডলারের ঋণ ছাড় করেছে।
ইআরডির এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) অনুবিভাগের প্রধান (অতিরিক্ত সচিব) পিয়ার মোহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কোভিড মহামারীর খাঁড়া কাটিয়ে উন্নয়ন প্রকল্পগুলোতে গতি আসায় প্রকল্প সহায়তা ছাড়ও বেড়েছে।