অসমাপ্ত ২৯৩ উন্নয়ন প্রকল্প

যুগান্তর সম্পাদকীয় প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২২, ২১:৫৯

সরকারের নানা উদ্যোগ সত্ত্বেও নির্ধারিত সময়সীমার মধ্যে বিভিন্ন উন্নয়ন প্রকল্প কেন বাস্তবায়িত হচ্ছে না, এর কারণ উদ্ঘাটন জরুরি। শুরুতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে শুরু হলেও প্রকল্প শেষ করার ক্ষেত্রে সংশ্লিষ্টদের আগ্রহের ঘাটতিতে অন্তত ২৯৩টি উন্নয়ন প্রকল্প ঝুলে থাকার অভিযোগ উঠেছে, যা খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। পরিকল্পনা কমিশনের বক্তব্য অনুযায়ী, ঝুলে থাকা প্রকল্পগুলোর মধ্যে এক যুগেরও বেশি অর্থাৎ প্রায় ১৩ বছর চলছে-এমন প্রকল্প রয়েছে দুটি। এছাড়া ১২ বছর ধরে চলমান আছে তিনটি, ১১ বছরের প্রকল্প দুটি এবং ১০ বছর ধরে চলছে দুটি প্রকল্প। এগুলোর বাইরে ৯ বছর ধরে চলমান সাতটি প্রকল্প, আট বছরের প্রকল্প ১৩টি এবং সাত বছরের রয়েছে ১৬টি উন্নয়ন প্রকল্প। অথচ এসব প্রকল্প গড়ে দুই থেকে পাঁচ বছরের মধ্যে বাস্তবায়নের কথা ছিল।



উদ্বেগজনক হলো, এডিপি বাস্তবায়নের ক্ষেত্রে প্রতিবছর একই চিত্র প্রত্যক্ষ করছি আমরা। বস্তুত প্রতিবছর প্রকল্পের লক্ষ্যমাত্রা ভুল প্রমাণিত হচ্ছে এবং এর ফলে এডিপির বিশ্বাসযোগ্যতা নষ্ট হচ্ছে। সাধারণত বিভিন্ন মন্ত্রণালয়ের চাহিদা ও সরকারের সক্ষমতার মধ্যে সমন্বয় করে এডিপি অনুমোদন দেওয়ার কথা বলা হলেও প্রতিবছরই মাত্রাতিরিক্ত প্রকল্প গ্রহণ করা হচ্ছে। এটি নিঃসন্দেহে একটি খারাপ প্রবণতা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও