![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F720x0x1%2Fuploads%2Fmedia%2F2022%2F04%2F18%2Fmaxresdefault-41c9f3ac0b0edc3eab71b7ced11c5519.jpg)
বানিয়ে ফেলুন কাঁচা আমের ললি আইসক্রিম
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২২, ১৯:৫৭
একটি কাঁচা আম ছোট টুকরা করে কেটে ৪ কাপ পানিসহ চুলায় বসিয়ে দিন। আমের রঙ স্বচ্ছ না হওয়া পর্যন্ত ফুটান। নামিয়ে ঠান্ডা করে নিন।
পানিসহ ব্লেন্ডারে দিয়ে দিন আম। আধা কাপ পুদিনা পাতা, আধা কাপ চিনি, ১ চা চামচ ব্ল্যাক সল্ট দিয়ে মিহি ব্লেন্ড করে নিন। ছেঁকে সবুজ ফুড কালার মেশান। মিশ্রণটি আইসক্রিম বসানোর ছাঁচে ঢেলে নিন। সারারাত রেখে পরদিন পরিবেশন করুন।
- ট্যাগ:
- লাইফ
- আম
- আইসক্রিম তৈরি
- আইসক্রিম রেসিপি