ইউক্রেনের ১৬ সামরিক স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার দাবি রাশিয়ার
ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইউক্রেনের ১৬টি সামরিক স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এমন দাবি করা হয়েছে। সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, ধ্বংস হওয়া সামরিক স্থাপনাগুলোর মধ্যে ইউক্রেনের পাঁচটি কমান্ড পোস্ট, একটি জ্বালানি ডিপো এবং তিনটি গোলাবারুদের গুদামও রয়েছে।
রাশিয়ার দাবি, তাদের বিমান বাহিনী ১০৮টি এলাকায় হামলা চালিয়েছে। এর মধ্যে খারকিভ, জাপোরিঝিয়া, ডোনেস্ক, ডিনিপ্রোপেট্রোভস্ক এবং মাইকোলাইভ বন্দর এলাকায় অবস্থিত ইউক্রেনের সামরিক স্থাপনাগুলোও রয়েছে।