ইউক্রেন ছেড়ে পালিয়েছে প্রায় ৫০ লাখ মানুষ: জাতিসংঘ
ইউক্রেনে রুশ অভিযান শুরু হওয়ার পর প্রাণ ভয়ে ইতিমধ্যে দেশটির প্রায় ৫০ লাখ মানুষ পালিয়েছে।
সোমবার (১৮ এপ্রিল) জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) এ তথ্য জানিয়েছে। খবর বিবিসির।
২৪ ফেব্রুয়ারি রাশিয়ার বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকেই জীবন বাঁচাতে দেশ ছাড়তে শুরু করে ইউক্রেনের বেসামরিক নাগরিকরা। প্রাণ হাতে নিয়ে সড়ক, রেল ও নৌপথে প্রতিদিনই সীমান্ত পাড়ি দিয়ে প্রতিবেশী বিভিন্ন দেশে আশ্রয় নেন অনেকে। শুক্রবার জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানায়, এরই মধ্যে ইউক্রেন ছেড়ে পালিয়েছে ৫০ লাখের বেশি মানুষ।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
যুগান্তর
| গাজা
১০ মাস আগে