ওষুধ খেয়েও প্রেশার বেশি? কারণ জানাচ্ছেন বিশেষজ্ঞ
ব্লাড প্রেশারের সমস্যায় আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। আর এই রোগটির ঘাতক ক্ষমতা রয়েছে। এই রোগ পরোক্ষভাবে নানান সমস্যা তৈরি করে। তাই প্রতিটি মানুষকে অবশ্যই ব্লাড প্রেশার নিয়ে সচেতন থাকতে হবে।
তবে ব্লাড প্রেশার নিয়ে এত কথা হলেও মানুষ রক্তচাপ সম্পর্কে খুব কম তথ্যই জানেন। এক্ষেত্রে রক্তনালীর মধ্য থেকে রক্ত প্রবাহিত হওয়ার সময় যেই চাপ তৈরি হয়, তাকেই বলে ব্লাড প্রেশার। এবার এই রক্তচাপের স্বাভবিক মাত্রা থাকে। তবে তার থেকে বেশি বা কম হলে সমস্যা দেখা দেয়।
কলকাতার আমরি হাসপাতালের বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডা: রুদ্রজিৎ পাল বলেন, প্রেশার রোগী এখন অহরহ দেখতে পাই। তবে মুশকিল হল এই রোগের তেমন কোনও লক্ষণ প্রাথমিকভাবে পাওয়া যায় না। এক্ষেত্রে প্রেশার মাপলেই সাধারণত এই সমস্যা ধরা পড়ে। তাই প্রতিটি মানুষকে প্রতিবছর অন্তত একবার প্রেশার মাপতে হবে। এক্ষেত্রে প্রেশার নিয়ন্ত্রণ করতে না পারলে দেখা দিতে পারে হার্টের রোগ (Heart Disease) থেকে শুরু করে স্ট্রোক (Stroke) সহ অন্যান্য সমস্যা। তাই প্রতিটি মানুষকে অবশ্যই এই বিষয়টি মাথায় রাখতে হবে। ছবি সৌজন্যে: পিক্সেলস