কিছু ভারতীয় কেন অন্যদের চেয়ে কম বাঁচে

www.ajkerpatrika.com ভারত প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২২, ১৭:৪৩

ভারতের বিভিন্ন জনগোষ্ঠীর মানুষের মধ্যে আয়ুষ্কালের বৈষম্য রয়েছে। একজন ভারতীয় নবজাতকের গড় আয়ুষ্কাল ৬৯ বছর আশা করা হলেও সব জনগোষ্ঠীর নবজাতক এই প্রত্যাশিত আয়ুসীমা স্পর্শ করতে পারে না। তার আগেই মৃত্যুবরণ করে। কেন এই আয়ু বৈষম্য এবং কেন কিছু জনগোষ্ঠীর মানুষ অন্যদের চেয়ে কম সময় বাঁচে তা নিয়ে এক নতুন গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে বিজ্ঞান গবেষণা জার্নাল প্রসিডিং অফ দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্সে (পিনাস)। 



পিনাসের বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, গবেষণাটি করেছেন রিসার্চ ইনস্টিটিউট ফর কমপ্যাশনেট ইকনোমিকসের তিন গবেষক সংগীতা ব্যাস, পায়েল হাতি ও আশিস গুপ্ত। এই তিন গবেষক ভারতের ৯টি রাজ্যের দুই কোটি মানুষের সরকারি স্বাস্থ্য জরিপের ডেটা পরীক্ষা করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে, আদিবাসী এবং দলিত জনগোষ্ঠীর মানুষদের প্রত্যাশিত আয়ু উচ্চ বর্ণের হিন্দুদের তুলনায় যথাক্রমে চার এবং তিন বছর কম।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও