![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2020/10/19/itna-mithamoin-austagram-road-191020-07.jpg/ALTERNATES/w640/itna-mithamoin-austagram-road-191020-07.jpg)
হাওরে আর সড়ক নয়, সিদ্ধান্ত মন্ত্রিসভায়
পানির প্রবাহ যাতে বাধাগ্রস্ত না হয়, সেজন্য হাওর এলাকায় নতুন করে আর কোনো সড়ক নির্মাণ না করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা।
প্রধানমন্ত্রী কার্যালয়ে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান।
বৈঠকের পর সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করতে এসে তিনি বলেন, “পানি প্রবাহে বাধা যাতে না হয়, সেজন্য হাওর এলাকায় আর কোনোভাবেই রাস্তাঘাট করা যাবে না।