সেনা মৃত্যুর জেরে আফগানিস্তানে পাকিস্তানের হামলায় নিহত ৪৭

পূর্ব পশ্চিম আফগানিস্তান প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২২, ১৫:০৭

আফগান সীমান্তে সন্ত্রাসাী হামলায় ৭ পাকিস্তানি সেনা নিহতের জেরে দেশটিতে পাকিস্তানের সামরিক বাহিনীর বিমান হামলায় কমপক্ষে ৪৭ জন নিহত হয়েছে বলে দাবি করেছে আফগানিস্তান। নিহতদের বেশির ভাগই নারী ও শিশু। খবর আল জাজিরার।


আফগানিস্তানের খোস্ত ও কুনার প্রদেশে গত শুক্রবার রাতে ওই হামলা চালানো হয়। আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানি সামরিক বাহিনীর ওপর হামলা বৃদ্ধির অভিযোগ এনে এ পাল্টা হামলা চালানো হয়েছে। হামলার ঘটনায় আফগানিস্তানের নাগরিকরা গত শনিবার ও গতকাল রবিবার বিক্ষোভ করেছেন। কাবুলে পাকিস্তানের রাষ্ট্রদূতকেও তলব করা হয়েছিল।


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও