কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

রিয়ালের খেলোয়াড়কে লাল কার্ড না দেখানোয় ক্ষোভ রাকিতিচের

প্রথম আলো প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২২, ১৩:২২

২-০ গোলে এগিয়ে থাকার পরও তিন গোল খেয়ে হার, কীভাবে সহ্য করা সম্ভব?


ইভান রাকিতিচও সহ্য করতে পারছেন না। কাল নিজেদের মাঠে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে যাওয়ার পরও হারতে হয়েছে রাকিতিচের দল সেভিয়াকে। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে গোল করে রিয়ালের হয়ে আরও একবার নায়কের ভূমিকায় করিম বেনজেমা।


নিশ্চিত জয়ের দেখা পেতে পেতে হেরে যাওয়ার বিরক্তি তো আছেই, প্রতিপক্ষের নামটা রিয়াল মাদ্রিদ বলেই কিনা রাকিতিচের কষ্ট হচ্ছে আরও। রাকিতিচ নিজেও যে কয়েক বছর আগে বার্সেলোনাতেই খেলতেন!


রাকিতিচের কাছে মনে হয়েছে, রেফারি কুয়াদ্রা ফার্নান্দেজ এ ম্যাচে নিরপেক্ষ ছিলেন না। রিয়াল মাদ্রিদের ফরাসি মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গার এক ঘটনায় ধারণাটা আরও পোক্ত হয়েছে রাকিতিচের। ম্যাচের ৪০ মিনিটে সেভিয়ার ফরাসি ফরোয়ার্ড অ্যান্থনি মার্শিয়ালকে পেছন থেকে বাজেভাবে ট্যাকল করে ফেলে দিয়েছিলেন কামাভিঙ্গা। ট্যাকল করার সময় বলের দখল পেয়েছেন বলে মনে হয়নি। মার্সিয়াল পরে আর খেলতে পারেননি, তাঁর জায়গায় মাঠে নামানো হয় স্প্যানিশ স্ট্রাইকার রাফা মিরকে। এমন ফাউলের পরও কামাভিঙ্গাকে কোনো কার্ড দেখানো হয়নি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও