কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

স্বপ্ন পূরণের ম্যাচে রশিদ খানের ‘স্পেশাল’ ব্যাটিং

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২২, ১২:২৮

বিদেশি ক্রিকেটারদের জন্য আইপিএলে নেতৃত্ব দেওয়ার সুযোগ সবসময় আসে না। রশিদ খান সেই সুযোগটা পেলেন। নেতৃত্বের অভিষেকে বল হাতে উইকেটশূন্য থাকলেও রাঙালেন তিনি ব্যাট হাতে বিধ্বংসী ইনিংস খেলে। সোনায় সোহাগা হয়ে এলো দলের জয়। সব মিলিয়ে রশিদ খানের কাছে এটি স্মরণীয় এক জয়।


আইপিএলে রোববার চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচে চোটের কারণে নিয়মিত অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে পায়নি গুজরাট টাইটান্স। তার বদলে নেতৃত্ব দেন রশিদ। ২৩ বছর ২০৯ দিন বয়সে অধিনায়কত্ব করলেন তিনি। আইপিএলে বিদেশি ক্রিকেটারদের মধ্যে তার চেয়ে কম বয়সে নেতৃত্বের অভিজ্ঞতা আছে কেবল স্টিভেন স্মিথের।


নেতৃত্বের ম্যাচে ৪ ওভারে ২৯ রান দিয়ে তিনি উইকেট পাননি। চেন্নাই ২০ ওভারে তোলে ১৬৯ রান। সেই রান তাড়ায় গুজরাট ৩ উইকেট হারায় ১৬ রানেই।


ডেভিড মিলারের আগ্রাসী ফিফটিতে সেখান থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে তারা। তবে আরেক প্রান্তে উইকেট পড়তেই থাকে। মিলার টিকে থাকলেও অন্য প্রান্তে শেষ বিশেষজ্ঞ ব্যাটসম্যান রাহুল তেওয়াতিয়া যখন আউট হলেন, দলের রান তখন ৫ উইকেটে ৮৭।


শেষ ৭ ওভারে ৮৩ রান প্রয়োজন ছিল গুজরাটের। মিলার ও রশিদের দারুণ ব্যাটিংয়ে সেটা সম্ভব করে ছাড়ে তারা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও