You have reached your daily news limit

Please log in to continue


মারিউপোলে আটক দ্বিতীয় ব্রিটিশ সেনাকে দেখানো হলো রুশ টিভিতে

ইউক্রেনের অবরুদ্ধ শহর মারিউপোল থেকে আটক করা একজন সাবেক ব্রিটিশ সেনাকে রুশ টেলিভিশনে দেখানো হয়েছে। শন পিনার নামের ৪৮ বছর বয়সী ওই সৈনিক বলেছেন, তিনি ইউক্রেনের নৌসেনাদের সঙ্গে রুশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করছিলেন। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার রুশ গণমাধ্যমে প্রচারিত ছোট এক ভিডিওতে শন পিনারকে ক্লান্ত ও বিধ্বস্ত অবস্থায় দেখা গেছে। ভিডিওতে তিনি বলছেন, ‘আমার নাম শন পিনার। আমি একজন ব্রিটিশ নাগরিক। মারিউপোল থেকে আমাকে আটক করা হয়েছে। আমি ৩৬ ব্রিগেড ফার্স্ট ব্যাটালিয়ন ইউক্রেনীয় নৌবাহিনীতে কাজ করছিলাম। প্রায় পাঁচ থেকে ছয় সপ্তাহ ধরে আমি মারিউপোলে রুশ সেনাদের বিরুদ্ধে লড়াই করছিলাম। এখন আমি দোনেৎস্ক রিপাবলিকে আছি।’

ভিডিওটি কখন ধারণ করা হয়েছে অথবা কীভাবে পিনার ধরা পড়েছেন, সে ব্যাপারে কিছু জানা যায়নি। তিনি তাঁর ২৮ বছর বয়সী বন্ধু আইডেন আসলিনের সঙ্গে যুদ্ধ করছিলেন। আসলিন ছিলেন নটিংহামশায়ারের বাসিন্দা। গোলাবারুদ শেষ হয়ে যাওয়ায় গত সপ্তাহে আসলিনের ব্যাটালিয়ন রুশ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছেন বলে ধারণা করা হচ্ছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন