মোদিকে শান্তির বার্তা দিলেন শাহবাজ
উভয় দেশের শান্তি ও সমৃদ্ধির স্বার্থে জম্মু-কাশ্মিরের বিরোধ নিরসনে ভারতের প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন পাকিস্তানের সদ্য দায়িত্ব নেওয়া প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম ডন।
রবিবার মোদিকে চিঠিতে শাহবাজ বলেন, ভারতের সঙ্গে ‘শান্তিপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক’ চায় পাকিস্তান। কাশ্মির বিরোধ সমাধানের জন্য যা অপরিহার্য।
গত ১১ এপ্রিল শাহবাজ শরিফ পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হলে তাকে অভিনন্দন জানিয়ে টুইট মোদি বলেন, এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা চায় ভারত। রবিবারের চিঠিতে প্রধানমন্ত্রীর মোদির শুভেচ্ছা বার্তার জন্য ধন্যবাদ জানিয়ে শাহবাজ বলেন, আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে প্রতিশ্রুতিব্ধ পাকিস্তান।
পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি পাকিস্তান এবং ভারতের মধ্যে শান্তিপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক আমাদের জনগণ এবং এ অঞ্চলের অগ্রগতি ও আর্থ সামাজিক উন্নতির জন্য অপরিহার্য।’