You have reached your daily news limit

Please log in to continue


শুভ্র দেবের ‘গার্লফ্রেন্ড’

বাংলাদেশের হাতে গোনা যে দু-একজন গায়ক ভারতীয় সংগীত প্রতিষ্ঠান এমটিভির তৈরি মিউজিক ভিডিওতে অংশ নিয়েছেন, তাঁদের মধ্যে শুভ্র দেব অন্যতম। এই গায়ক আবারও এমটিভির সেই ভিডিওর মতো বড় পরিসরে তৈরি করলেন গানের ভিডিও। জানালেন, চার বছর পর নতুন গানচিত্র আনছেন, যার কাজ হয়েছে বেশ বড় আয়োজনে। গানের নাম ‘গার্লফ্রেন্ড’। এর কথা, সুর ও সংগীত সবই করেছেন শুভ্র দেব। তিনি বলেন, ‘প্রায় বছরখানেক ধরে এই গানটি তৈরি করেছি। অর্ধেক কাজ করেছি আমেরিকায়। বাকিটুকু হয়েছে বাংলাদেশে। যখন গার্লফ্রেন্ড নিয়ে কাজ করার পরিকল্পনা করি, প্রথমে খোঁজ নিয়েছি এই নামে আর কোনো গান রয়েছে কি না। কয়েকজন গীতিকবির সঙ্গেও কথা বলেছি। মোটামুটি নিশ্চিত হলাম “গার্লফ্রেন্ড” নামে কোনো গান নেই। এরপর এটি নিয়ে কাজ শেষ করলাম।’

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার পাশে একটি নয়নাভিরাম রিসোর্ট-রেস্তোরাঁয় এই গানের দৃশ্যধারণ হয়েছে। শুভ্র দেব আরও বলেন, ‘আমার জীবনে সবচাইতে কঠিন শুটিং এটি। আমি জানি, “গার্লফ্রেন্ড” নিয়ে অনেক কথা হবে। কিন্তু আমি পেশাদার গায়ক বলেই এত পরিশ্রম করেছি। পরিচালক নিডো খান অসাধারণ কাজ করেন! তাঁর কাজ আমাকে এমটিভি মুম্বাইয়ের অভিজ্ঞতা মনে করিয়ে দিল।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন