You have reached your daily news limit

Please log in to continue


এবার মমতাজের ‘বাপের বড় পোলা’, সঙ্গে বেলাল

‘পোলা তো নয় আগুনের গোলা’ থেকে শুরু করে নানা ধরনের চরিত্র নিয়ে গান করেছেন জনপ্রিয় ফোক শিল্পী মমতাজ। এবার গাইলেন এক বাবার বড় সন্তানকে নিয়ে। গানের শিরোনাম ‘বাপের বড় পোলা’।

ফলে দীর্ঘদিন পর নতুন গান নিয়ে হাজির হচ্ছেন ফোক সম্রাজ্ঞী মমতাজ। বেলাল খানের ফিচারিংয়ে এটি তৈরি। ‘আব্বে বাপের বড় পোলা/ তার চোখ দুইটা ঘোলা ঘোলা- গলির চিপায় খিস্তি ঝাড়ে/ জামার বোতাম রাখে খোলা..’ এমন চমকপ্রদ কথার গানটি লিখেছেন সোমেশ্বর অলি। 

এতে মমতাজের সঙ্গে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর করেছেন বেলাল নিজেই। সংগীতায়োজনে আছেন আল আমিন ও আদিব। জাঁকালো কাজটির ভিডিও নির্মাণ করেছেন শুভব্রত সরকার।

এর মাধ্যমেই সুপারহিট ‘লোকাল বাস’র পর নতুন কোনও মিউজিক ভিডিওতে পারফর্ম করলেন মমতাজ। গানটিতে বেলাল খান ও মমতাজের উপস্থিতি ছাড়াও অভিনয় করেছেন রেহনুমা মোস্তফা ও আলভী জাহেরসহ একদল নৃত্যশিল্পী। কোরিওগ্রাফি করেছেন রুহুল আমিন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন