ইউক্রেনে পশ্চিমা অস্ত্র বহনকারী উড়োজাহাজ ভূপাতিত, দাবি রাশিয়ার

সমকাল ইউক্রেন প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২২, ১১:১২

পশ্চিমাদের অস্ত্র বহনকারী একটি উড়োজাহাজ ভূপাতিত করে দেওয়ার দাবি করেছে রাশিয়া। মস্কোর পক্ষ থেকে বলা হয়েছে, পশ্চিমা অস্ত্র বহনকারী সামরিক উড়োজাহাজটি ইউক্রেনের। একে ভূপাতিত করেছে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ইউনিট।


রোববার বিবিসি অনলাইনের লাইভ আপডেটে এ তথ্য জানানো হয়।


মস্কোর দাবি, পশ্চিমা দেশগুলোর পাঠানো অস্ত্রের চালান বহন করছিল ইউক্রেনের এই উড়োজাহাজটি।


রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগোর কোনাশেঙ্কোভের বরাত দিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে, ইউক্রেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ওডেসা শহরের বাইরে এ হামলা হয়।


তবে এতে হতাহত হওয়ার কোনো ঘটনা ঘটেছে কি-না, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।


ইউক্রেনকে বিপুল অস্ত্র সহায়তা দিয়ে আসছে পশ্চিমা দেশগুলো। আরও অস্ত্র দেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি বারবার আহ্বান জানাচ্ছে কিয়েভ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও