![](https://media.priyo.com/img/500x/https://cdn.ajkerpatrica.net/contents/cache/images/720x0x1/uploads/media/2022/04/17/8eaab98c02db562f393edc9dab85432a-625b4eb28b54e.jpg)
মিষ্টি মেয়েটির চলে যাওয়ার এক বছর
অসংখ্য কালজয়ী বাংলা চলচ্চিত্রের অভিনেত্রী, দেশবরেণ্য কিংবদন্তি চিত্রনায়িকা, সবার অতি প্রিয় মিষ্টিমেয়েখ্যাত কবরী। এই মহান অভিনেত্রীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ। তিনি ২০২১ সালের ১৭ এপ্রিল, করোনায় আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। প্রয়াণ দিবসে তাঁর স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করছি।
কবরী (মিনা পাল/ধর্মান্তরিত নাম সারাহ বেগম কবরী), ১৯৫০ সালের ১৯ জুলাই চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলায় জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম শ্রীকৃষ্ণ দাস পাল, মায়ের নাম শ্রীমতি লাবণ্য প্রভা পাল।
পারিবারিকভাবে শিল্প-সংস্কৃতির আবহে বেড়ে ওঠা কবরীর জন্মস্থান বোয়ালখালী হলেও তাঁর শৈশব ও কৈশোর কেটেছে চট্টগ্রাম নগরীতে। ১৯৬৩ সালে, মাত্র ১৩ বছর বয়সে নৃত্যশিল্পী হিসেবে মঞ্চে আবির্ভাব হয় কবরীর।
চট্টগ্রামের কৃতি সন্তান প্রখ্যাত সংগীত পরিচালক সত্য সাহার মাধ্যমে ১৯৬৪ সালে সুভাষ দত্তের পরিচালনায় ‘সুতরাং’ সিনেমার নায়িকা হিসেবে চলচ্চিত্রে অভিনয়জীবন শুরু হয় নায়িকা কবরীর। ব্যাপক ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি ‘সুতরাং’ অর্জন করেছিল আন্তর্জাতিক পুরস্কারও।
- ট্যাগ:
- বিনোদন
- মৃত্যুবার্ষিকী
- সারাহ বেগম কবরী