You have reached your daily news limit

Please log in to continue


‘বাংলাদেশে দুই হাজারের বেশি হিমোফিলিয়া নিবন্ধিত রোগী’

বাংলাদেশে দুই হাজার ২০০-এর বেশি হিমোফিলিয়া নিবন্ধিত রোগী রয়েছে। আর অনিবন্ধিত আরো ১৪ হাজার রোগী আছে। অনিবন্ধিত রোগীদের আগামী এক বছরের মধ্যে নিবন্ধিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেবার তাগিদ দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য মো. শারফুদ্দিন আহমেদ। শনিবার বিএসএমএমইউয়ে বিশ্ব হিমোফিলিয়া দিবস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘সম্মিলিত প্রচেষ্টায় সুনিশ্চিত চিকিৎসা’স্লোগানকে নিয়ে বিএসএমএমইউয়ে বিশ্ব ফিমোফিলিয়া দিবস-২০২২ পালিত হয়েছে। শনিবার দুপুর ১২ টার দিকে বিএসএমএমইউর সি ব্লকের সামনে দিবসটি উপলক্ষে র‌্যালি ও শহীদ ডা. মিল্টন হলে এক সেমিনারের আয়োজন করে বিএসএমএমইউর হেমাটোলজি বিভাগ।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মো. শারফুদ্দিন আহমেদ বলেন, বিশ্ব হিমোফিলিয়া ফেডারেশনের বার্ষিক সার্ভে ২০২০ এর মতে বিশ্বে প্রতি লাখে নবজাতক পুরুষ শিশুদের মধ্যে ২৪.৬ জন হিমোফিলিয়ায়ে এবং পাঁচজন হিমোফিলিয়া বি রোগে আক্রান্ত। যার মধ্যে ৯.৫ জন হিমোফিলিয়া এ এবং ১.৫ জন হিমোফিলিয়া বি-তে আক্রান্ত শিশুরা তীব্র মাত্রার রোগে আক্রান্ত।

বিএসএমএমইউ উপাচার্য বলেন, বিএসএমএমইউয়ে হিমোফিলিয়া রোগীর চিকিৎসায় ‘হিমোফিলিয়া কম্প্রিহেনসিভ কেয়ার সেন্টার’নির্মাণ করা হবে। এখানে অর্থপেডিক্স সার্জন থাকবে, ইএনটি সার্জন থাকবে, জেনারেল সার্জন থাকবে নিউরোলজিস্ট থাকবে। এ চিকিৎসায় সকলকে নিয়ে কাজ করতে চাই ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন