কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

‘অর্ধশত নারী-পুরুষকে পাচার’, কক্সবাজারে আটক ৬ ছয়

বিডি নিউজ ২৪ কক্সবাজার জেলা প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২২, ১৯:৩০

কক্সবাজারে অস্ত্র-গুলিসহ ‘সংঘবদ্ধ মানবপাচার চক্রের’ ছয় সদস্যকে আটক করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে।


তারা দীর্ঘদিন ধরে নিন্ম-আয়ের বাংলাদেশি ও মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গা নাগরিকদের উচ্চবেতনে চাকরির প্রলোভন দিয়ে সাগরপথে মালয়েশিয়ায় পাচার করে আসছিলেন বলে র‌্যাবের ভাষ্য।


তাছাড়া তাদের বিরুদ্ধে ধর্ষণ ও দালাল চক্রের কাছে নারীদের বিক্রির তথ্য দিয়েছে র‌্যাব।


র‌্যাব ১৫-এর অতিরিক্ত অধিনায়ক মেজর শেখ মোহাম্মদ ইউসুফ বলেন, শনিবার ভোরে খবর পেয়ে তারা কক্সবাজারের বাঁকখালী নদীর মোহনা এলাকায় অভিযান চালান। তখন সন্দেহজনক লোকজন ট্রলারসহ গভীর সাগরে পালানোর চেষ্টা করে। ধাওয়া দিয়ে ট্রলারটি জব্দ করতে সক্ষম হন র‌্যাব সদস্যরা।


“ট্রলার থেকে ছয় মানবপাচারকারীকে আটক করা হয়। তাদের কাছে পাওয়া গেছে তিনটি বন্দুক, চারটি গুলি, দুটি রামদা, একটি স্যাটেলাইট ফোন, একটি কম্পাস, একটি জিপিএস, পাচারের শিকার ভুক্তভোগীদের ফেলে যাওয়া ১৬টি মোবাইল ফোন, ১০টি সিমকার্ড, একটি হাতঘড়ি ও এক হাজার ২০০ টাকা।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও