সাউন্ড থাকবে নতুনের মতোই! স্মার্টফোনের স্পিকারের যত্ন নিন এইভাবে
eisamay.com
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২২, ১০:২৩
স্মার্টফোনই এখন বিনোদনের অঙ্গে পরিণত হয়েছে। গান শোনা থেকে সিনেমা, সঙ্গে গেম সবকিছুই সম্ভব স্মার্টফোনের মাধ্যমে। স্মার্টফোন ব্যবহারের সময় অধিকাংশই ইয়ারফোন ব্যবহার করলেও বন্ধুদের সঙ্গে সিনেমা দেখার সময় ফোনের স্পিকারই ব্যবহার করেন সকলে। কারণ সবার একসঙ্গে শুনতে সুবিধা হয়। এই অবস্থায় ফোনের স্পিকার সঠিক রাখা অত্যন্ত জরুরি।
ফোনের স্পিকার সঠিক রাখা উচিত কেন? কারণ ফোনের স্পিকারে কোনও সমস্যা হলে সাউন্ড শুনতে সমস্যা হয়। শ্রুতিমধুর অডিয়ো পাওয়া যেমন সমস্যা হয় তেমনই ভালোভাবে স্পিচ বোঝা সম্ভব হয় না। আর ঠিক সেকারণেই মোবাইলের স্পিকার সঠিকভাবে যত্ন নেওয়া উচিত।
- ট্যাগ:
- প্রযুক্তি
- স্মার্টফোন
- সাউন্ড সিস্টেম