![](https://media.priyo.com/img/500x/https://static.langimg.com/thumb/msid-90862724,imgsize-19042,width-700,height-525,resizemode-75/ei-samay.jpg)
নামমাত্র দামে পান পোর্টেবল ফ্যান! চালাতে লাগবে না বিদ্যুৎ-ও
eisamay.com
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২২, ০৯:২২
যত দিন যাচ্ছে ততই তাপমাত্রার পারদ ততই চড়ছে। এখনই যা পরিস্থিতি তৈরি হয়েছে তাতে বাইরে বেরোনো খুবই সমস্যার। বাইরে বেরোনোর জন্য এখন AC ক্যাব বা AC বাসের উপরেই ভরসা করছেন। কিন্তু তার ফলে যে সব সমস্যার সমাধান হচ্ছে তা কিন্তু নয়। কারণ অনেকের এমন গন্তব্য থাকে যেখানে AC-র কোনও ব্যবস্থা নেই। তারজন্য বেশ সমস্যায় পড়তে হয়।
এই পরিস্থিতিতে পোর্টেবল ফ্যান একমাত্র সঠিক উপায়। কারণ, যেখানে ইচ্ছা সেখানে এই ফ্যান নিয়ে চলে যাওয়া সম্ভব। ঠান্ডা হাওয়ার আরামদায়ক পরিবেশ যেমন পাওয়া সম্ভব তেমনই বহন করতেও সুবিধা এই ফ্য়ানের।
- ট্যাগ:
- প্রযুক্তি
- পোর্টেবল ফ্যান