রাশিয়ায় ইইউ’র ১৮ কূটনীতিককে অবাঞ্ছিত ঘোষণা
ইউরোপীয় ইউনিয়নের 'অবন্ধুসুলভ আচরণ' এর প্রতিক্রিয়া হিসেবে ইইউ'র ১৮ কূটনীতিককে 'অবাঞ্ছিত' ঘোষণা করেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় ।
এর আগে রাশিয়ান স্থায়ী মিশনের ১৯ জন কর্মকর্তাকে ইইউ এবং ইউরাটম থেকে 'অযৌক্তিক' ভাবে বহিষ্কার করা হয়। এ বিষয়ে 'তীব্র আপত্তি' প্রকাশ করতে গতকাল শুক্রবার ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের প্রধান মার্কাস এডেরারকে ডেকে পাঠায় রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়।
রুশ সংবাদমাধ্যম আরটির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, 'রাশিয়ার পক্ষ থেকে বলা হচ্ছে যে, কয়েক দশক ধরে দ্বিপাক্ষিক সংলাপ ও সহযোগিতার যে ভিত্তি তা ধারাবাহিকভাবে ধ্বংসের জন্য ইউরোপীয় ইউনিয়ন দায়ী।'
এডেরারকে ইইউ'র কূটনৈতিক সম্পর্কের জন্য ১৯৬১ সালের ভিয়েনা কনভেনশন মেনে চলার প্রয়োজনীয়তার কথা স্মরণ করিয়ে দেওয়া হয়।