নড়বড়ে সংগঠন নিয়ে আন্দোলনের হাঁকডাক

www.ajkerpatrika.com বিএনপির কেন্দ্রীয় কার্যালয় প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২২, ০৯:৫৪

দেড় দশক ক্ষমতার বাইরে থাকা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সাংগঠনিক দুর্বলতা দূর না করেই আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগের নেতৃত্বাধীন বর্তমান সরকারের পতন ঘটিয়ে আগামী নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার কথা বলছে। ২০১৬ সালের ১৯ মার্চ অনুষ্ঠিত হয় দলটির সর্বশেষ জাতীয় কাউন্সিল অধিবেশন। গঠিত হয় কেন্দ্রীয় কমিটি। দলের গঠনতন্ত্রে তিন বছর পরপর জাতীয় কাউন্সিল অনুষ্ঠানের কথা বলা থাকলেও গত ছয় বছরে আর কোনো কাউন্সিল হয়নি। দলের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম ১৯ সদস্যের জাতীয় স্থায়ী কমিটির পাঁচটি পদসহ কেন্দ্রীয় কমিটির অনেক পদ শূন্য রয়েছে বছরের পর বছর।


জানা গেছে, ৮২টি সাংগঠনিক জেলার মধ্যে ৫৬টিতে আহ্বায়ক কমিটি গঠন করে জেলা সম্মেলন অনুষ্ঠানের দায়িত্ব দেওয়া হয়েছিল। এসব আহ্বায়ক কমিটির বেশির ভাগই এখনো সম্মেলন করতে পারেনি। অন্য ২৬টি জেলা কমিটির অধিকাংশই চলছে মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়ে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও