প্রচার শুরু, ঢালিউডে ঈদের আমেজ
করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। আটকে থাকা বড় বাজেটের অনেকগুলো সিনেমা এবার মুক্তির প্রহর গুনতে শুরু করেছে। ঈদুল ফিতর থেকে পর্যায়ক্রমে প্রেক্ষাগৃহে আসবে সেগুলো। শোনা যাচ্ছিল, ঈদে বেশ কয়েকটি ছবি মুক্তি পাবে। তবে এখন পর্যন্ত মুক্তির জন্য প্রযোজক-পরিবেশক সমিতিতে জমা পড়েছে মাত্র তিনটি ছবি। এগুলো হলো ‘গলুই’, ‘বিদ্রোহী’ ও ‘শান’। দেশে চালু প্রেক্ষাগৃহ ৭০টি। ঈদ উপলক্ষে চালু হবে বেশ কয়েকটি। এতে সংখ্যা গিয়ে দাঁড়াবে দেড় শ। প্রেক্ষাগৃহ কম হওয়ায় শেষ পর্যন্ত এ দুই-তিনটি ছবিই মুক্তি পেতে পারে ঈদে।
এদিকে ঈদের জন্য আবেদন করা ছবিগুলোর মধ্যে তিনটি ছবি আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছে। ছবিগুলোর পরিবেশক অফিসগুলোতে হলমালিকদের আনাগোনা শুরু হয়েছে। প্রেক্ষাগৃহগুলোতে পোস্টার, ব্যানার ও ট্রেলার পাঠানো শুরু করেছে প্রযোজনা প্রতিষ্ঠান। সিনেমা ঘিরে ঢালিউডের সেই স্বাভাবিক কর্মকাণ্ড পুনরায় শুরু হয়েছে। বলা চলে, ঢালিউডে এখন ঈদের আমেজ।
- ট্যাগ:
- বিনোদন
- সিনেমা
- প্রচারণা
- ঢালিউড
- ঢালিউড চলচ্চিত্র