কেক কেটে গরিলার ৬৫তম জন্মদিন

প্রথম আলো প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২২, ০৯:৫১

সবুজ লতাপাতা দিয়ে সাজানো একটি জায়গা।


ঠিক মাঝখানে রয়েছে সাদা রঙের একটি কেক। লাল–হলুদ–ধূসর রঙের চকলেট দিয়ে সাজানো কেকটি। বড় করে লেখা রয়েছে ‘৬৫’ সংখ্যাটি। পাশেই বসে রয়েছে বিশালাকার একটি গরিলা।


নাম ফাতোউ। এটি যেনতেন প্রাণী নয়, ফাতোউ বিশ্বের সবচেয়ে বয়স্ক গরিলা। ৬৫তম জন্মদিনে ফাতোউকে এমন রঙিন একটি কেক উপহার দেওয়া হয়েছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও