শিশুদের চিকিৎসায় ৪০ বছরের সঞ্চয় দান

প্রথম আলো চট্টগ্রাম মেট্রোপলিটন প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২২, ০৮:১৭

নুন আনতে পান্তা ফুরায়, এমন পরিবারে বেড়ে উঠেছেন কাজী মোহাম্মদ আলী। বাবা রেলওয়েতে চাকরি করতেন। ছয় ভাই, তিন বোনের বড় পরিবারের ঘানি টানতে মাস শেষে বাবাকে ধারকর্জ করতে দেখেছেন। শুধু নিজ পরিবারের দুর্দশা নয়, দেখেছেন ওষুধ কোম্পানিতে চাকরির সুবাদে হাসপাতালে গরিব মানুষের দুর্দশা। ওই চাকরিতে যোগ দেওয়ার পর তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন, মানুষের জন্য ‘কিছু করবেন’।


সেই সিদ্ধান্ত অবশেষে বাস্তবায়ন করেছেন চট্টগ্রাম নগরের মুরাদপুরের হামজারবাগ এলাকার বাসিন্দা মোহাম্মদ আলী। তিলে তিলে জমানো তাঁর ৫০ লাখ টাকা তুলে দিয়েছেন ক্যানসার আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য। আর এ টাকা তিনি জমিয়েছিলেন ৪০ বছরের বেশি সময় ধরে।


সোশ্যাল ইসলামী ব্যাংকে একটি ওয়াক্ফ হিসাব খুলে মোহাম্মদ আলী টাকাটা জমা করে রেখেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির নামে। বছরে সেখান থেকে পাওয়া ৪ লাখ টাকা মুনাফা ১৮ বছরের কম বয়সীদের ক্যানসার চিকিৎসার জন্য ব্যয় করবে রোগী কল্যাণ সমিতি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও