![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-11%252F37267f16-bf49-45d3-b845-4d2971451e40%252Fmessi.jpg%3Frect%3D0%252C0%252C770%252C433%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D700%26dpr%3D1.1)
আর্জেন্টিনা বাদ দ্বিতীয় রাউন্ডে, ব্রাজিল জিতবে বিশ্বকাপ
প্রথম আলো
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২২, ২০:৩৮
বিশ্বকাপের এখনো সাত মাস বাকি। এ সময়ে কত খেলোয়াড়ের চোটে পড়ে বিশ্বকাপ-স্বপ্ন শেষ হয়ে যাওয়ার করুণ গল্প হয়তো দেখা যাবে, কেউ হয়তো আড়াল থেকে হঠাৎ আলোয় এসে বিশ্বকাপের দলে জায়গা পাওয়ার দারুণ গল্প লিখবেন। অনেক কোচের চাকরি চলে যেতে পারে। কত অজানা কিছুই তো ঘটতে পারে! অজানা কিছু কী, এখনো ৩২ দলের তিনটি চূড়ান্তই হয়নি, সেটি হবে জুনে ইউরোপিয়ান ও আন্তঃমহাদেশীয় প্লে-অফগুলোর পর।
এ সময়ে বসে আগামী নভেম্বরে কাতারে শুরু হতে যাওয়া ২০২২ বিশ্বকাপে কী ঘটবে না ঘটবে, সেটি বিশ্লেষণ করতে বসা পাগলামি ছাড়া আর কিছু নয়। ‘পাগলামি’টা ইএসপিএন করেছে। আর বিশ্বকাপের মহিমাই সম্ভবত এই যে, বিশ্বকাপের বছরে এই পাগলামিতেও প্রশ্রয় দিতে ইচ্ছে হয়!