ঈদের ছুটির আগে বকেয়া বেতন পরিশোধের দাবি শ্রমিক ফ্রন্টের
ঈদের ছুটির আগে শ্রমিকদের সব বকেয়া বেতন ও পূর্ণ বোনাস পরিশোধ করার দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট। নেতারা বলেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে শ্রমিকদের জীবনমানের মারাত্মক অবনমন হয়েছে। দেশের উন্নয়ন ও মাথাপিছু আয়বৃদ্ধির চিত্রের সঙ্গে এই জীবনমানের চিত্র সঙ্গতিপূর্ণ নয়। তাই শ্রমিকদের দৈনন্দিন জীবনযাপনের মান ধরে রাখতে জাতীয় ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা ঘোষণাসহ অন্তর্বর্তী সময়ে মহার্ঘ্য ভাতা ও নিত্যপণ্য রেশনের ব্যবস্থা করতে হবে।
শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে নেতারা এসব কথা বলেন। ঈদের ছুটির আগে শ্রমিকদের বকেয়া বেতন ও পূর্ণ বোনাস পরিশোধসহ দ্রব্যমূল্য বৃদ্ধির সঙ্গে সঙ্গতি রেখে মহার্ঘ্য ভাতা প্রদান, নিত্যপণ্যের রেশন ব্যবস্থা এবং জাতীয় ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা ঘোষণাসহ স্কপের ৯ দফা বাস্তবায়নের দাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।