লক্ষ্মীপুরে গোপনে বিয়ে : কনের নানাকে পিটিয়ে হত্যার অভিযোগ

এনটিভি লক্ষ্মীপুর সদর প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২২, ১১:০০

লক্ষ্মীপুরে গোপন বিয়ে জানাজানি হওয়ার পর কনের নানাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার দিনগত মধ্যরাতে সদর উপজেলার মধ্য চররমনি মোহন গ্রামে এ ঘটনা ঘটে। বরের বাবার বিরুদ্ধে তোলা হয়েছে হত্যাকাণ্ডের অভিযোগ। নিহত নাজিম সর্দার একই এলাকার মৃত হাসু সর্দারের ছেলে ও কনের নানা।


অভিযুক্ত গোলাপ সর্দার একই এলাকার বাসিন্দা নুরা সর্দারের ছেলে ও বর তারিফের বাবা। নিহতের স্বজনরা জানান, গত মঙ্গলবার সদর উপজেলার চররমনি মোহন ইউনিয়নের গোলাপ সর্দারের ছেলে তারিফ ও একই এলাকার আব্বাস সর্দারের মেয়ে নুপুর (নিহতের নাতিন) গোপনে বিয়ে করেন। বৃহস্পতিবার রাতে বিষয়টি জানাজানি হয়। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও