সিলেটে গরু ও খাসির মাংসের নতুন দাম নির্ধারণ
প্রথম আলো
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২২, ১০:১৮
সিলেট মহানগরী এলাকায় গরু , ছাগল ও খাসির মাংসের নতুন দাম নির্ধারণ করেছে সিটি করপোরেশন। মাংস ব্যবসায়ীরা দাম বাড়ানোর দাবিতে চার দিন দোকানপাট বন্ধ রেখে ধর্মঘট পালন করেছিলেন। ধর্মঘট প্রত্যাহারের দুদিন পর মাংসের দাম কেজিতে ৫০ টাকা বাড়ানো হয়েছে।
সিলেট সিটি করপোরেশনের নতুন যে দাম নির্ধারণ করে দিয়েছে, সে অনুযায়ী সিলেট মহানগর এলাকায় প্রতি কেজি গরুর মাংস ৬৫০ টাকায় এবং খাসির মাংস বিক্রি হবে ৮৫০ টাকায়।
সিটি করপোরেশনের সূত্রে জানা গেছে, গত বুধবার থেকে নতুন দাম কার্যকর করা হয়েছে। নতুন দামের তুলনায় বাজারে অধিক দামে মাংস বিক্রি করলে আইনানুগ ব্যবস্থা নেবে সিটি করপোরেশন কর্তৃপক্ষ। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানার পাশাপাশি কঠোর দণ্ড দেওয়া হবে।