![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-04%252F0434fdc9-36a2-4435-8213-3f4f75431986%252Fkharkiv.webp%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.0)
খারকিভে পাঁচ শতাধিক নাগরিক নিহত, দাবি স্থানীয় গভর্নরের
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর খারকিভে রুশ বাহিনীর অভিযানে এ পর্যন্ত ৫০৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার শহরটির গভর্নর ওলেগ সিনেগুবভ এ দাবি করেছেন। খবর এএফপির।
ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ। এর অবস্থান রাশিয়ার সীমান্ত থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে। শহরটিতে রুশ বাহিনীর অভিযান শুরুর আগে ১৫ লাখ মানুষের বসবাস ছিল। রুশ বাহিনীর চলমান অভিযানে খারকিভ ছিল খুব গুরুত্বপূর্ণ একটি লক্ষ্য।
বৃহস্পতিবার এক টেলিগ্রাম পোস্টে খারকিভের ক্ষয়ক্ষতির পরিসংখ্যান তুলে ধরেন শহরটির গভর্নর ওলেগ সিনেগুবভ। তিনি দাবি করেন, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ বাহিনীর হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত কমপক্ষে ৫০৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এর মধ্যে ২৪ জন শিশু।
টেলিগ্রাম পোস্টে ওলেগ সিনেগুবভ লিখেছেন, ‘তারা নির্দোষ বেসামরিক জনগোষ্ঠী। কোনো রকমের প্রাণহানির জন্য আমরা তাদের (রাশিয়া) ক্ষমা করব না।’