কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নববর্ষের অর্থনীতি, ঘুরে দাঁড়ানোর চেষ্টা

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২২, ১৮:১১

করোনা মহামারির কারণে গত দুই বছরে সারা বিশ্বের বাংলা ভাষাভাষিরা পহেলা বৈশাখ উদযাপন করতে পারেননি। মানুষ বের হতে না পারায় ব্যবসায়ীরাও বেশ ক্ষতিগ্রস্ত হয়েছেন। লকডাউনে একপ্রকার আটকে থাকার পরে এ বছর নববর্ষ উদযাপনে বাইরে বেরিয়েছে মানুষ। সারা দেশেই যেন পহেলা বৈশাখের আমেজ কাজ করছে। এ সুযোগকে কাজে লাগিয়ে বাংলা নববর্ষকে ঘিরে দেশের অর্থনীতিকে নিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন সবাই। বিভিন্ন সূত্রে এসব তথ্য জানা গেছে।


সূত্র জানায়, সারাদেশে নববর্ষ পালনের জন্য ব্যবসায়ীদের গত দুবছরের চেয়ে এ বছর ২০ শতাংশ বেশি প্রস্তুতি ছিল। কিন্তু গত দুই বছরের সঙ্গে এ বছরেরও একটা লম্বা সময় মহামারির কবলে থাকায় সেই প্রস্তুতি পুরোপুরি কাজে আসেনি। ক্ষতিগ্রস্ত হয়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা এবং বিপাকে পড়েছেন বিনিয়োগকারীরাও। তবে গত দুই মাস ধরে মহামারির প্রকোপ কমে আসায় আবারও ব্যবায়ীরা কিছু করার চেষ্টা করছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও