কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কেন ক্রমেই আস্থা হারাচ্ছে রাজ্যের পুলিশ?

ডয়েচ ভেল (জার্মানী) পশ্চিমবঙ্গ প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২২, ১৮:০৬

এই রাজ্যের একের পর এক মামলার তদন্তভার সিবিআই এর হাতে তুলে দিচ্ছে কলকাতা হাইকোর্ট। গণহত্যা থেকে নাবালিকা ধর্ষণ কিংবা স্কুলে নিয়োগ দুর্নীতি--এমন গুচ্ছ গুচ্ছ অভিযোগে পুলিশ তদন্ত চালালেও পরবর্তীতে দায়িত্ব হস্তান্তরিত হচ্ছে কেন্দ্রীয় সংস্থার কাছে। পশ্চিমবঙ্গে গত ১৮দিনে পাঁচটি মামলায় সিবিআই তদন্তের নির্দশে দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিগত কয়েক দশকে ভারতে আর কোথাও এত অল্প সময়ে পাঁচটি সিবিআই তদন্তের নির্দেশ হয়নি, যা এককথায় বেনজির।


কলকাতা ও পশ্চিমবঙ্গের পুলিশ আস্থা হারাচ্ছে


সিবিআইয়ের ট্র্যাক রেকর্ড যাই বলুক, পশ্চিমবঙ্গে কোন বড় ধরনের ঘটনা ঘটলেই আক্রান্তরা কেন্দ্রীয় সংস্থার তত্ত্বাবধানে তদন্ত চাইছেন। সম্প্রতি দেশের প্রধান বিচারপতি এম এম মার্যাভান সিবিআই সম্পর্কে সমালোচনা মূলক মন্তব্য করলেও এই রাজ্যের মানুষের কাছে এখন পরম কাঙ্ক্ষিত সিবিআই। ভোট পরবর্তী হিংসা, হলদিয়া বন্দরে তোলাবাজি সহ একাধিক মামলায় সিবিআই তদন্তের নির্দেশ হয়েছে আগেই। আমতায় ছাত্রনেতা আনিস খানের রহস্যমৃত্যু, ঝালদায় কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু হত্যা, রামপুরহাট গণহত্যা থেকে হাঁসখালি ধর্ষণ ও হত্যায় আক্রান্তের পরিবার সমস্বরে দাবি তুলেছে তাদের সিবিআই তদন্ত চাই। কিন্তু সিবিআইয়ের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ উঠেছে। যদিও এ রাজ্যের আক্রান্তরা মনে করছেন, অপরাধীকে যদি পাকড়াও করতে হয় তাহলে তা রাজ্য পুলিশের পক্ষে সম্ভব নয়।


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও