You have reached your daily news limit

Please log in to continue


এসি কেনার আগে কী কী বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে

নতুন বছর প্রায় এসে গিয়েছে, সঙ্গে এসে গিয়েছে গরমও। গরম থেকে বাঁচতে এখন অনেকেই শরণাপন্ন হচ্ছেন শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্র বা এসির। এসি তাই এখন আর বিলাসের সামগ্রী নেই, বরং হয়ে উঠেছে নিত্য প্রয়োজনীয় একটি যন্ত্র। দেখে নিন এসি কেনার সময় মাথায় রাখবেন কোন কোন বিষয়।

১। কত টনের এসি

ঘরের মাপ অনুযায়ী স্থির করতে হবে কত টনের এসি প্রয়োজন। প্রয়োজনের কম টনের এসি লাগালে এক দিকে ঘর ঠান্ডা হতে বেশি সময় নেয়। অন্য দিকে চাপ পড়ে যন্ত্রটির উপরেও। প্রয়োজনের চেয়ে বেশি টনের এসি আবার অতিরিক্ত দ্রুত ঘর ঠান্ডা করে দেয়। অপচয় করে বিদ্যুৎ। বিশেষজ্ঞদের মতে ১২০ বর্গফুট বা তার কম মাপের ঘরের জন্য এক টনের এসিই যথেষ্ট। কিন্তু ঘরের মাপ ১৮৫ বর্গফুটের কাছাকাছি আয়তনের ঘর হলে দেড় থেকে দুই টনের এসি কিনতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন