জাপানে আট দশক ধরে ইসলামের আলো ছড়াচ্ছে কোবের মসজিদ
আট দশক আগে জাপানের কোবে নগরীতে তৈরি হয়েছিল দেশটির প্রথম সমজিদ।সেই থেকে এখন পর্যন্ত জাপানে ইসলামের আলো ছড়াচ্ছে এ মসজিদটি।
১৯৩৫ সালে কোবের নাকায়ামাতে ডোরি এলাকায় নির্মিত হয় তিনতলা বিশিষ্ট এ মসজিদটি। খবর আরব নিউজের।
সাদা মার্বেল পাথরে তৈরি চমৎকার এ মসজিদটির নকসা করেছিলেন চেক আর্কিটেক্ট জ্যান যোসেফ সিভাগর।
নামাজ পড়া ছাড়াও এখানে ইসলাম চর্চার জন্য রয়েছে ইসলামিক কালচারাল সেন্টার।১৯৩৫ সালের ২ আগস্ট শুক্রবার মো. ফিরোজউদ্দিন মসজিদটি উদ্বোধন করেন।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- ইসলামি শিক্ষা
- মসজিদ
- স্থাপত্য