![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-04%252Ff89eebd6-360b-412f-bd9f-ec7766c0f169%252FMishti_Kichu__3_.png%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.1)
বৈশাখ রাঙাতে ‘মিষ্টি কিছু’র মধ্যে ভূতের ভয়
প্রথম আলো
প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২২, ০৯:৩২
পয়লা বৈশাখে রমনা বটমূলে বর্ষবরণ, চারুকলা অনুষদে মঙ্গল শোভাযাত্রা, গ্রামীণ মেলা, লোকজ খেলাধুলা, নৃত্য-সংগীতসহ নানা আয়োজন চিরচেনা বাঙালির উৎসবকে রাঙিয়ে তোলে। কেমন হয়, যদি বছরের পর বছর চলে আসা প্রচলিত এসব আয়োজনের সঙ্গে রাতে যোগ হয় `মিষ্টি কিছু?'
আর এই `মিষ্টি কিছু'র মধ্যে যদি থাকে ভয়ে ভরা রোমাঞ্চকর থ্রিলার? আর মনে করিয়ে দেয় শৈশবে শোনা ভূতের রহস্যময় গল্প, তাহলে? এককথায় বৈশাখের এই মিষ্টি কিছুর জন্য তৈরি হওয়ার পালা। এবার এই মিষ্টি কিছুর পরিচয় দেওয়া যাক। ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকি বৈশাখীর বিশেষ আয়োজনে নিয়ে আসছে অ্যানথোলজি সিরিজ ষ। এই সিরিজের দ্বিতীয় পর্বের নাম মিষ্টি কিছু।