You have reached your daily news limit

Please log in to continue


সালদা ফিল্ডে নতুন গ্যাস স্তর আবিষ্কার

গ্যাস সংকটে নাকাল অবস্থার মধ্যেই সুখবর বয়ে এনেছে অনাদরে থাকা রাষ্ট্রীয় তেল-গ্যাস অনুসন্ধান কোম্পানি বাপেক্স। ব্রাহ্মণবাড়িয়ার সালদা গ্যাস ফিল্ডে পরিত্যাগ কূপের ওয়াকওভার মাধ্যমে নতুন গ্যাস স্তর আবিষ্কার করেছে।

দুই দিন ধরে পরীক্ষামূলক ভাবে উৎপাদন করা হচ্ছে। এতে ৫০০ পিএসআই চাপ পাওয়া গেছে। কূপটি থেকে দৈনিক ৪ থেকে ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। পরিমাণের দিক থেকে খুব বেশি না হলেও পরিস্থিতি বিবেচনায় এর চেয়ে স্বস্তিদায়ক কমই রয়েছে জ্বালানি বিভাগের কাছে। নতুন কোন ফিল্ডে গ্যাস পেলে তা সহসা পাইপ লাইনে দেওয়া অনেক সময় সাপেক্ষ বিষয়। অন্যদিকে সালদায় পাইপ লাইন ও অন্যান্য সুবিধা বিদ্যমান। দুই তিন দিনের মধ্যে কূপটি থেকে বাণিজ্যিকভাবে উত্তোলন করা হবে। গ্যাস সংকটের কারণে ভীষণ খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ। সিএনজি ফিলিং স্টেশনের পর ১২ এপ্রিল থেকে শিল্পে ৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ করা হয়েছে। অন্যদিকে ইউক্রেন যুদ্ধের কারণে আন্তজাতিক বাজারে গ্যাসের দাম লাফিয়ে বাড়ছে। ৫ ডলারে বিক্রি হওয়া এলএনজি (এমএমবিটিইউ) এখন ৩৯ ডলারে কিনতে হচ্ছে। এ কারণে সরকার গ্যাসের দাম ১১৭ শতাংশ বাড়ানোর আবেদন করেছে বিইআরসিতে।

 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন