ট্রেনে চড়তেও লাগবে পরিচয়পত্র
ঈদযাত্রায় লঞ্চের পর ট্রেনে চড়তেও জাতীয় পরিচয়পত্র লাগবে। ঈদযাত্রার তথ্য জানাতে বুধবার রেলভবনে সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, টিকেট কিনতে হলে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অবশ্যই দেখাতে হবে। একজন চারটি টিকেট কিনতে পারবে, সেক্ষেত্রে অন্য তিনজনের জাতীয় পরিচয়পত্র না থাকলে জন্ম নিবন্ধন সনদ অথবা শিক্ষাপ্রতিষ্ঠানের বা যেকোনো পরিচয়পত্রের ফটোকপি দিতে হবে।
যেসব সাধারণ প্রান্তিক মানুষের এনআইডি বা জন্মসনদ নেই তারা কি ট্রেনে চড়বেন না- এ প্রশ্নে মন্ত্রী বলেন, ‘পরিচয়পত্র ছাড়া দেশে মানুষ নেই। সব সরকারি কাজ এনআইডিতে হয়। করোনার টিকাও এনআইডির মাধ্যমে দেওয়া হয়েছে।’ সব মানুষের পরিচয়পত্র না থাকায় শেষ পর্যন্ত এনআইডি ছাড়াই টিকা দেওয়া হয়েছে- এ তথ্য জানানোর পর মন্ত্রী বলেন, ‘সব যাত্রীকে রেল নিতে পারবে না। এ দায়িত্ব আমরা নিইনি।’
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৮ মাস, ২ সপ্তাহ আগে
৮ মাস, ২ সপ্তাহ আগে
১০ মাস, ৩ সপ্তাহ আগে
১১ মাস, ১ সপ্তাহ আগে
১১ মাস, ১ সপ্তাহ আগে