![](https://media.priyo.com/img/500x/https://cdn.ajkerpatrica.net/contents/cache/images/720x0x1/uploads/media/2022/04/13/b455377ce7cd97d1d1b5cae31c7f6c22-62568e511e946.jpg)
নতুন গানে হবু বর-কনেকে শুভেচ্ছা
রাত পোহালেই রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়ের বাদ্যি বাজতে চলেছে বলে জানিয়েছে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম। এরই মধ্যে শুভকামনা জানানো শুরু করেছেন রণবীর-আলিয়ার কাছের মানুষেরা।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, হবু তারকা দম্পতিকে বিশেষ চমক দিয়েছেন নির্মাতা অয়ন মুখার্জি। অয়নের ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার সেট থেকে রণবীর-আলিয়ার প্রেমের শুরু। তাই এই জুটির বিয়ে নিয়ে অয়ন একটু বেশিই উচ্ছ্বসিত। উপহার হিসেবে আজ বুধবার প্রকাশ্যে আনলেন ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার রোম্যান্টিক গান ‘কেসারিয়া’। সঙ্গে জুড়ে দিয়েছেন দীর্ঘ ক্যাপশন। অয়ন লিখেছেন, ‘রণবীর-আলিয়া জুটিকে শুভেচ্ছা। তাঁদের নতুন পথচলা শুভ হোক। এই পৃথিবীতে আমার সব থেকে ঘনিষ্ঠ বলতে কেউ যদি থাকে, সেটা রণবীর-আলিয়া।