কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

দূতাবাসে হামলা, তালেবানের ওপর ক্ষুব্ধ ইরান

যুগান্তর আফগানিস্তান প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২২, ১০:৪৫

আফগানিস্তানে কূটনৈতিক মিশনে বিক্ষুব্ধ জনতার হামলার জেরে তেহরানে আফগান দূতকে ডেকে পাঠিয়েছে ইরান। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এই খবর নিশ্চিত করেছে। 


খবরে বলা হয়, কূটনৈতিক মিশনে হামলার কারণে প্রতিবেশী দেশ আফগানিস্তানের সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে তলব করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। 


সোমবার কাবুলে ইরানের দূতাবাস এবং হেরাতের কনসুলেট লক্ষ্য করে হামলা চালানো হয়। হেরাতে কনসুলেট লক্ষ্য করে বিক্ষোভকারীদের পাথর, ইট-পাটকেল ছুঁড়তে দেখা যায়৷


ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের দাবি, তালেবান সরকারকে প্রতিবেশী দেশের কূটনৈতিক মিশনের সুরক্ষার জন্য পর্যাপ্ত ব্যবস্থা করতে হবে। সম্পূর্ণ সুরক্ষা ব্যবস্থা না পাওয়া পর্যন্ত আফগানিস্তানে কূটনৈতিক মিশনগুলো কাজ বন্ধ রাখবে বলেও জানিয়েছে ইরান৷ 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও