![](https://media.priyo.com/img/500x/https://cdn.ajkerpatrica.net/contents/cache/images/720x0x1/uploads/media/2022/04/12/c486b64809fd007ce8a642a84e91d982-62558112cb740.jpg)
বিশ্বের বৃহত্তম স্টেডিয়ামে আইপিএল ফাইনাল, প্লে-অফ কলকাতায়
করোনা পরিস্থিতি মাথায় রেখে আপাতত একটিমাত্র রাজ্যে চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। লিগ পর্বের ৭০টি ম্যাচ হবে মহারাষ্ট্রের দুই শহর মুম্বাইয়ের ওয়াংখেড়ে, ব্রাবোর্ন ও ডিওয়াই পাতিল এবং পুনের এমসিএ স্টেডিয়ামে।
তবে ভারতের অধিকাংশ মানুষ দুই ডোজ টিকা নেওয়ায় ও সংক্রমণ কমে আসায় প্লে-অফ ও ফাইনাল কলকাতা ও আহমেদাবাদে আয়োজন করতে চাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে শিগগিরই।